ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিষাক্ত মাদকের ছোঁয়ায় ধ্বংসের পথে আজকের যুব সমাজ।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
আগস্ট ১৬, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আমাদের যুব সমাজ জাতির আশা ভরসার শেষ কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোন আপদকালীন সময়ে যুব সমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করেছে।

কালের বির্বতনে আজ সেই যুব সমাজ প্রতিনিয়ত ঢুবে যাচ্ছে অতল সাগরে,মাদকের ছোয়ায়। আজ দেশের ভাগ্যের চাকা পিছনে ঘুরতে শুরু করেছে। জানিনা অদূর ভবিষ্যতে হয়ত গোটা জাতি মাদকের ছোবলে আক্রান্ত হতে পারে।

তাই আমাদের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
যে কথা না বললেই নয় বর্তমানে, ৬৭০০০ হাজার গ্রামের আনাচে কানাচে এক বিষাক্ত পরিবেশ বিরাজ করছে। কোথায় ছুটছে এই যুব সমাজ? তাদের শেষ গন্তব্য কোথায়? হয়ত অকাল মৃত্যু,তার মৃত্যু কি পারে সমাজ, দেশ বা জাতিকে সম্ভাবনাময়ী বাংলাদেশ কে সমৃদ্ধ করতে?

তার মৃত্যু একটি পরিবারে শোকের ছায়া বয়ে আনে।বাবা হারা হয় ছেলে মেয়েরা,মা বাবা হয় সন্তান হারা, আর স্ত্রী হয় স্বামী হারা।মাদক হয়ত যে সেবন করে সে সুখে থাকে।

কিন্তু তার পরিবারের দিকে তাকালে বুঝা যাই যে সুখের পরিবারে কিভাবে দুঃখের আগুন প্রজ্বলিত হয়েছে।বিষাক্ত সাংস্কৃতি পরিমন্ডল,ইয়াবা ও মাদকের ছোয়া, নষ্ট রাজনীতি,দলবাজী,ধর্মের নামে ভন্ডামি,ন্যায়ের নামে অন্যায়,আইনের নামে বেআইনি এবং নগ্নতায় ভরা আধুনিক চলচ্চিত্র, ভোগবাদী ব্যবস্থার সংমিশণে আজ এমন এক প্রকার হাইব্রিড যুব সমাজ তৈরি হচ্ছে আমার দেশে।

তারা শুধু কথা বার্তায়,আধুনিক হেয়ার স্টাইল ও
পোষাকে মানান কিন্তু নীতি নৈতিকথায় ধ্বংসের অতল সাগরে। আর তার ফলস্বরুপ চারদিকে মূল্যবোধের অবক্ষয়ের এক মারাত্নক পরিবেশ তৈরি হয়েছে।

যে পরিবেশে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময়ী আজকের যুব সমাজ। যুব সমাজ দেশ ও জাতির প্রাণ। সেই প্রাণগুলো নিজের অজান্তে ঝড়ে ফেলছে তাদের ম মূল্যবান জীবন।

যে যুব সমাজ আদিম পৃথিবীকে আধুনিক পৃথিবী রুপান্তরিত করলো, রহস্য উৎঘাটন করছে অজানা জানবার জন্য। কিন্তু দুঃখের বিষয় সেই যুব সমাজকে জাগানোর পরিবেশ তৈরি করে দিতে আমাদের সমাজ,দেশ ও জাতি বরাবরই ব্যর্থ। তাই আমাদের উচিত নিজে সচেতন হয়ে অপরকে এ বিষয়ে সচেতন করা।

এম.এ রহিম
নির্বাহী সম্পাদক- নোয়াখালীর খবর।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: