ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্পে কাঁপতে পারে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষজ্ঞদের সতর্কবার্তা—৯ মাত্রার বড় ভূমিকম্পের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় এক লুকানো ভূ-চ্যুতি (Hidden Fault) শনাক্ত হওয়ার পর বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গবেষণায় বলা হয়েছে—এই ফল্ট লাইনে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে গত দুই দিনে চারবার ভূকম্পন অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্প হতে পারে।

🔶 “এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পন হতে পারে”—বুয়েট বিশেষজ্ঞ

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদি আহমেদ আনসারী জানান, সাম্প্রতিক কম্পনগুলোর উৎপত্তিস্থল নরসিংদী। তিনি বলেন—
“যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ে ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে।”

🔶 তিনটি টেকটোনিক প্লেটের সংঘর্ষপথে বাংলাদেশ

ভারত, ইউরেশিয়া ও বার্মা—এই তিন প্লেটের সংযোগস্থলে অবস্থান বাংলাদেশের ভূতাত্ত্বিক ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবাইয়াত কবির জানান—
“প্লেটগুলো এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটে আঘাত করলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে।”

🔶 ‘মেগা-থার্স্ট ফল্ট’—গবেষণার উদ্বেগ

২০১৬ সালের গবেষণায় গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় পললস্তরের গভীরে বিশাল ‘মেগাথার্স্ট ফল্ট’ শনাক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন—
“সিলেট থেকে টেকনাফ পর্যন্ত প্লেট সংযোগস্থলে গত ৮০০–১,০০০ বছরে জমে থাকা শক্তি মুক্ত হয়নি। এটি ‘রিং অব ফায়ার’-এর মতোই বিপজ্জনক।”

🔶 ভূমিকম্পের গভীরতা ও প্রকৃতি জানতে চলছে নমুনা পরীক্ষা

ঘোড়াশালের ফাটল এলাকা থেকে সংগৃহীত মাটি পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। বিভাগের সাবেক অধ্যাপক আ স ম ওবায়দুল্লাহ বলেন—
“নমুনা বিশ্লেষণ করলে ভূমিকম্পের প্রকৃতি ও গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

🔶 ১৭৬২ সালের ভূমিকম্পের পুনরাবৃত্তির আশঙ্কা

টেকনাফ–মিয়ানমার ফল্ট লাইনে ১৭৬২ সালে ৮.৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ প্রায় ৩ মিটার ওপর উঠে এসেছিল। বিশেষজ্ঞরা বলছেন—সেই একই লাইনে আবারও শক্তি সঞ্চিত হচ্ছে।

⚠️ বিশেষজ্ঞদের সর্বশেষ বার্তা

প্লেটের চলন অব্যাহত থাকায় বাংলাদেশকে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে।
গবেষণা, পর্যবেক্ষণ, সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতিই এখন প্রধান ভরসা।


নোয়াখালীর খবর অনলাইন | নির্ভরযোগ্য সংবাদে আপনার পাশে

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: