ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীরাই ইভটিজিং বিরোধী ব্যানার ছিঁড়ে নিলেন কোম্পানীগঞ্জে

কোম্পানিগন্জ প্রতিনিধি..
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙানো ইভটিজিং ও মাদকবিরোধী ব্যানার ছিঁড়ে নিয়ে গেছেন দুই ছাত্রী। এ ঘটনাটি সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে স্বেচ্ছাসেবী সংগঠন টিম হাসিমুখ চিরসুখ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানায়। ব্যানারে লেখা ছিল— বহিরাগত কিশোরদের স্কুলের সামনে বা বাজারে আড্ডা দিতে দেখলে ধরে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং প্রয়োজনে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা বা ধূমপান করলে সরাসরি পুলিশের কাছে দেওয়ার হুঁশিয়ারিও উল্লেখ করা হয়।

সংগঠনটির পরিচালক আজাদ খান বলেন, ‘এলাকায় প্রায়ই বখাটেদের আনাগোনা ও মাদকসেবীদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সেটি ছিঁড়ে নিয়ে যায়। ফুটেজ আমরা প্রধান শিক্ষককে দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার মেলেনি।’

এ বিষয়ে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, ‘আমরা ফুটেজে থাকা শিক্ষার্থীদের শনাক্ত করার চেষ্টা করছি। শনাক্ত হওয়ার পর বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

👉 এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: