কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙানো ইভটিজিং ও মাদকবিরোধী ব্যানার ছিঁড়ে নিয়ে গেছেন দুই ছাত্রী। এ ঘটনাটি সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে স্বেচ্ছাসেবী সংগঠন টিম হাসিমুখ চিরসুখ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানায়। ব্যানারে লেখা ছিল— বহিরাগত কিশোরদের স্কুলের সামনে বা বাজারে আড্ডা দিতে দেখলে ধরে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং প্রয়োজনে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা বা ধূমপান করলে সরাসরি পুলিশের কাছে দেওয়ার হুঁশিয়ারিও উল্লেখ করা হয়।
সংগঠনটির পরিচালক আজাদ খান বলেন, ‘এলাকায় প্রায়ই বখাটেদের আনাগোনা ও মাদকসেবীদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সেটি ছিঁড়ে নিয়ে যায়। ফুটেজ আমরা প্রধান শিক্ষককে দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার মেলেনি।’
এ বিষয়ে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, ‘আমরা ফুটেজে থাকা শিক্ষার্থীদের শনাক্ত করার চেষ্টা করছি। শনাক্ত হওয়ার পর বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
👉 এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত