ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নামের কারণে বিটিভির কালো তালিকায় নির্মাতা জিয়াউদ্দিন!

হিমেল আহাম্মেদ
সেপ্টেম্বর ১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ…

নোয়াখালীর খবর

ছোট পর্দার ব্যস্ত নির্মাতা ও নোয়াখালীর সন্তান জিয়াউদ্দিন আলম অভিযোগ করেছেন, শুধু নামের কারণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার নাটক বাদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের এই সন্তান ফটোসাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটক, গান ও শোবিজের নানা কর্মকাণ্ডে সক্রিয়। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করছেন তিনি।

জিয়াউদ্দিন বলেন, “জিয়া নাম থাকায় বিটিভির নাটক করতে পারিনি গত ১৫ বছর। নাটকের গল্প জমা দিয়েছি, কিন্তু শুধু নামের কারণে আমার নাটক বাদ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান বা তারেক জিয়ার সঙ্গে নামের মিল খুঁজে আমাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো ক্ষমতার অপব্যবহার।”

তিনি আরও বলেন, “নির্মাতারা স্বাধীন। কারও রাজনৈতিক পরিচয় থাকলেও তা নির্মাণের সঙ্গে সম্পর্কিত নয়। শুধু নামের মিল থাকলেই কাউকে বাদ দেওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য ক্ষতিকর।”

বিজ্ঞাপন

বর্তমানে তার নির্মিত বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে— স্মার্ট হাসব্যান্ড, শর্তনামা, গুজববাজ ও অপবাদ। খুব শিগগিরই এসব নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: