হিমেল আহাম্মেদ...
নোয়াখালীর খবর
ছোট পর্দার ব্যস্ত নির্মাতা ও নোয়াখালীর সন্তান জিয়াউদ্দিন আলম অভিযোগ করেছেন, শুধু নামের কারণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার নাটক বাদ দেওয়া হয়।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের এই সন্তান ফটোসাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটক, গান ও শোবিজের নানা কর্মকাণ্ডে সক্রিয়। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করছেন তিনি।
জিয়াউদ্দিন বলেন, “জিয়া নাম থাকায় বিটিভির নাটক করতে পারিনি গত ১৫ বছর। নাটকের গল্প জমা দিয়েছি, কিন্তু শুধু নামের কারণে আমার নাটক বাদ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান বা তারেক জিয়ার সঙ্গে নামের মিল খুঁজে আমাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো ক্ষমতার অপব্যবহার।”
তিনি আরও বলেন, “নির্মাতারা স্বাধীন। কারও রাজনৈতিক পরিচয় থাকলেও তা নির্মাণের সঙ্গে সম্পর্কিত নয়। শুধু নামের মিল থাকলেই কাউকে বাদ দেওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য ক্ষতিকর।”
বিজ্ঞাপন
বর্তমানে তার নির্মিত বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে— স্মার্ট হাসব্যান্ড, শর্তনামা, গুজববাজ ও অপবাদ। খুব শিগগিরই এসব নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত