ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ দুজন আটক, গণধোলাই

সুবর্নচর প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপভ্যানসহ দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার–হাজীরহাট সড়কের ভূঁইয়ারহাট এলাকায়।
আটকরা হলেন লক্ষ্মীপুর জেলার শরীফ এবং নোয়াখালীর চরজব্বার এলাকার নূর নবী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চরজুবলী ইউনিয়নের বাঘেরহাট সড়কে একটি পিকআপভ্যানের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এলাকাবাসী। এ সময় স্থানীয়রা গাড়িটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া দিয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সুবর্ণচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে নিজেদের হেফাজতে নেয়।
সুবর্ণচর থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত অন্যান্য অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: