নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপভ্যানসহ দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার–হাজীরহাট সড়কের ভূঁইয়ারহাট এলাকায়।
আটকরা হলেন লক্ষ্মীপুর জেলার শরীফ এবং নোয়াখালীর চরজব্বার এলাকার নূর নবী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চরজুবলী ইউনিয়নের বাঘেরহাট সড়কে একটি পিকআপভ্যানের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এলাকাবাসী। এ সময় স্থানীয়রা গাড়িটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া দিয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সুবর্ণচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে নিজেদের হেফাজতে নেয়।
সুবর্ণচর থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত অন্যান্য অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত