ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

ওবায়দুল কাদেরের নিজ ওয়ার্ডে বিএনপির চমক: ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
ডিসেম্বর ২১, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুর রহিম: আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রাজনৈতিক দলগুলো জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী দলগুলো নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় রয়েছে।

এরই ধারাবাহিকতায় নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা তুলনামূলকভাবে কম চোখে পড়লেও ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ এলাকায়।

ওবায়দুল কাদেরের নিজ ওয়ার্ড হিসেবে পরিচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবার ভিন্ন বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে। অতীতের নির্বাচনে যেখানে বিএনপির কোনো ধরনের প্রচারণা চালানোর সুযোগ ছিল না, সেখানে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো ওয়ার্ডজুড়েই বিএনপির সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা প্রভাবশালী সাবেক বিএনপি নেতাদের সক্রিয়তায় ওয়ার্ডটিতে এখন কার্যত বিএনপির প্রভাব দৃশ্যমান।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে কৌতূহল ও আলোচনা। অনেকেই এটিকে কোম্পানীগঞ্জের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই নোয়াখালী-৫ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা জয়ী হবে,সেদিকে তাকিয়ে রয়েছে স্থানীয় রাজনীতি সচেতন মহল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: