আবদুর রহিম: আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রাজনৈতিক দলগুলো জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী দলগুলো নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় রয়েছে।
এরই ধারাবাহিকতায় নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা তুলনামূলকভাবে কম চোখে পড়লেও ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ এলাকায়।
ওবায়দুল কাদেরের নিজ ওয়ার্ড হিসেবে পরিচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবার ভিন্ন বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে। অতীতের নির্বাচনে যেখানে বিএনপির কোনো ধরনের প্রচারণা চালানোর সুযোগ ছিল না, সেখানে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো ওয়ার্ডজুড়েই বিএনপির সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা প্রভাবশালী সাবেক বিএনপি নেতাদের সক্রিয়তায় ওয়ার্ডটিতে এখন কার্যত বিএনপির প্রভাব দৃশ্যমান।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন।
এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে কৌতূহল ও আলোচনা। অনেকেই এটিকে কোম্পানীগঞ্জের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই নোয়াখালী-৫ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা জয়ী হবে,সেদিকে তাকিয়ে রয়েছে স্থানীয় রাজনীতি সচেতন মহল।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত