ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে শিশুসহ মানবপাচারকারী ব্লেড আজাদ গ্রেফতার

মো:আরিফ হোসেন
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী সদর উপজেলায় মো. সামির (৪) নামের এক শিশু’সহ কুখ্যাত মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও শিশু অপহরণকারী ব্লেড আজাদকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কবল থেকে অপহৃত শিশু সামিরকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্লেড আজাদ চট্টগ্রামের জনৈক ফজর আলীর ছেলে। অপরদিকে, অপহৃত শিশু সামির চট্টগ্রামের আকবর শাহ থানার বিশ্বকলোনী এলাকার বাসিন্দা মো. আবু সায়েদের ছেলে।

শিশুর বাবা মো. আবু সায়েদ জানান, গত ৭ ডিসেম্বর সকালে তার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় তিনি আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার রাতে সুধারাম থানা থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, তার ছেলেকে পাচারকারীসহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় আবুল কাশেম জানান, শিশু পাচারকারী আজাদ তাদের দূরসম্পর্কের আত্মীয়। সোমবার বিকালে শিশুটিকে নিয়ে সে তাদের বাড়িতে এলে তার সন্দেহ হয়। জিজ্ঞেসাবাদে আজাদ শিশুটি নিজের বিয়ের সংসারের ছেলে বলে দাবি করলেও পরে তাকে আটক করে স্থানীয়রা মারধর করলে আজাদ স্বীকার করে—শিশুটিকে চট্টগ্রামের বিশ্বকলোনী এলাকা থেকে অপহরণ করেছে এবং ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়েছিল।

স্থানীয় যুবদল নেতা একরাম হোসেন বলেন, গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুসহ অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্লেড আজাদকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক আজাদকে পরবর্তীতে আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: