মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী সদর উপজেলায় মো. সামির (৪) নামের এক শিশু’সহ কুখ্যাত মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও শিশু অপহরণকারী ব্লেড আজাদকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কবল থেকে অপহৃত শিশু সামিরকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্লেড আজাদ চট্টগ্রামের জনৈক ফজর আলীর ছেলে। অপরদিকে, অপহৃত শিশু সামির চট্টগ্রামের আকবর শাহ থানার বিশ্বকলোনী এলাকার বাসিন্দা মো. আবু সায়েদের ছেলে।
শিশুর বাবা মো. আবু সায়েদ জানান, গত ৭ ডিসেম্বর সকালে তার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় তিনি আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার রাতে সুধারাম থানা থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, তার ছেলেকে পাচারকারীসহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় আবুল কাশেম জানান, শিশু পাচারকারী আজাদ তাদের দূরসম্পর্কের আত্মীয়। সোমবার বিকালে শিশুটিকে নিয়ে সে তাদের বাড়িতে এলে তার সন্দেহ হয়। জিজ্ঞেসাবাদে আজাদ শিশুটি নিজের বিয়ের সংসারের ছেলে বলে দাবি করলেও পরে তাকে আটক করে স্থানীয়রা মারধর করলে আজাদ স্বীকার করে—শিশুটিকে চট্টগ্রামের বিশ্বকলোনী এলাকা থেকে অপহরণ করেছে এবং ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়েছিল।
স্থানীয় যুবদল নেতা একরাম হোসেন বলেন, গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুসহ অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্লেড আজাদকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক আজাদকে পরবর্তীতে আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত