ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, সেবা বন্ধে চরম দুর্ভোগে রোগীরা

মো:আরিফ হোসেন
ডিসেম্বর ৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে। সেবা প্রত্যাশীদের দীর্ঘ সারি থাকলেও টেকনোলজিস্টদের অনুপস্থিতিতে অনেকে সেবা নিতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই টিকিট কাটার পরও ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনরত টেকনোলজিস্টরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু তবুও তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে কর্মবিরতির কারণে দিনের শুরু থেকেই নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে সেবা সংকট দেখা দেয়, যার ভোগান্তি পোহাতে হয় রোগীদেরই।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: