মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে। সেবা প্রত্যাশীদের দীর্ঘ সারি থাকলেও টেকনোলজিস্টদের অনুপস্থিতিতে অনেকে সেবা নিতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই টিকিট কাটার পরও ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনরত টেকনোলজিস্টরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু তবুও তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে কর্মবিরতির কারণে দিনের শুরু থেকেই নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে সেবা সংকট দেখা দেয়, যার ভোগান্তি পোহাতে হয় রোগীদেরই।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত