ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১

আরমান হোসেন
ডিসেম্বর ৩, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১৭ মাস পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার আসামি মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯) নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে।

পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে লাতুকে আটক করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পটভূমি

নিহত দিনমজুর মো. আলাউদ্দিন (২৬) বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২৪ সালের ১ মে রাতে নরোত্তমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহর বাড়ির ঘাটলায় তাকে চোর সন্দেহে আটক করেন কেয়ারটেকার লাতু। পরে চেয়ারম্যানের নির্দেশে লাতুসহ কয়েকজন লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত ছাড়াই দাফন, পরে মামলা

স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে প্রথমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে নিহতের মায়ের বাদী হয়ে করা মামলার ভিত্তিতে ১৩ জুন কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করে পুলিশ।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গ্রেফতার লাতু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান পিবিআই এসপি আর এম ফয়জুর রহমান।

ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: