আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১৭ মাস পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার আসামি মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯) নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আর এম ফয়জুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে লাতুকে আটক করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার পটভূমি
নিহত দিনমজুর মো. আলাউদ্দিন (২৬) বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২৪ সালের ১ মে রাতে নরোত্তমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহর বাড়ির ঘাটলায় তাকে চোর সন্দেহে আটক করেন কেয়ারটেকার লাতু। পরে চেয়ারম্যানের নির্দেশে লাতুসহ কয়েকজন লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত ছাড়াই দাফন, পরে মামলা
স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে প্রথমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে নিহতের মায়ের বাদী হয়ে করা মামলার ভিত্তিতে ১৩ জুন কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করে পুলিশ।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গ্রেফতার লাতু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান পিবিআই এসপি আর এম ফয়জুর রহমান।
ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত