ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কোম্পানীগঞ্জে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। বুধবার (৩ ডিসেম্বর) শেষ কর্মদিবসের আগ মুহূর্তে তাঁর বিদায়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

দায়িত্বকালে মানবিকতা, ন্যায়নিষ্ঠা, প্রশাসনিক দৃঢ়তা এবং জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ইউএনও তানভীর ফরহাদ শামীম একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন। সরকারি নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন সংকটমুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ—সব মিলিয়ে কোম্পানীগঞ্জে তিনি রেখে গেছেন কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকাণ্ডের সুস্পষ্ট ছাপ।

স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথেও তাঁর কাজের অভিজ্ঞতা ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।

গণমাধ্যমকর্মীরা জানান, দায়িত্বে দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে একজন অনুকরণীয় প্রশাসক হিসেবে স্মরণীয় করে রাখবে। বিদায়ের মুহূর্তে তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে মানবিকতা ও সেবার আলো ছড়িয়ে যাবেন।

এক সাংবাদিক বিদায় উপলক্ষে বলেন, “বিদায় মানেই বিচ্ছেদ নয়, এটি নতুন পথচলার শুভ কামনা। ইউএনও তানভীর ফরহাদ শামীম সুনামের সাথে কোম্পানীগঞ্জে দায়িত্ব পালন করেছেন। তিনি যেখানে থাকবেন, মানবিকতার আলো ঠিক সেভাবেই ছড়িয়ে দিন—এই কামনা রইল।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: