শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। বুধবার (৩ ডিসেম্বর) শেষ কর্মদিবসের আগ মুহূর্তে তাঁর বিদায়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

দায়িত্বকালে মানবিকতা, ন্যায়নিষ্ঠা, প্রশাসনিক দৃঢ়তা এবং জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ইউএনও তানভীর ফরহাদ শামীম একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন। সরকারি নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন সংকটমুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ—সব মিলিয়ে কোম্পানীগঞ্জে তিনি রেখে গেছেন কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকাণ্ডের সুস্পষ্ট ছাপ।
স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথেও তাঁর কাজের অভিজ্ঞতা ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।
গণমাধ্যমকর্মীরা জানান, দায়িত্বে দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে একজন অনুকরণীয় প্রশাসক হিসেবে স্মরণীয় করে রাখবে। বিদায়ের মুহূর্তে তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে মানবিকতা ও সেবার আলো ছড়িয়ে যাবেন।
এক সাংবাদিক বিদায় উপলক্ষে বলেন, “বিদায় মানেই বিচ্ছেদ নয়, এটি নতুন পথচলার শুভ কামনা। ইউএনও তানভীর ফরহাদ শামীম সুনামের সাথে কোম্পানীগঞ্জে দায়িত্ব পালন করেছেন। তিনি যেখানে থাকবেন, মানবিকতার আলো ঠিক সেভাবেই ছড়িয়ে দিন—এই কামনা রইল।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত