ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইটভাটায় কাজে গিয়ে এক বছর ধরে নিখোঁজ নোয়াখালীর মেহেদী, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

মো:আরিফ হোসেন
নভেম্বর ২৪, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মো. আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের কিশোর মেহেদী হাসান (১৫) প্রায় এক বছর ধরে নিখোঁজ। ছেলে হারানোর পর থেকে থানা, আদালত, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে গণমাধ্যম—সবার দ্বারে দ্বারে ছুটে চলেছেন তার মা সুরমা বেগম, তবুও মিলছে না কোনো খোঁজ।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাজের সন্ধানে কুমিল্লার বরুড়া উপজেলার চেঙ্গাহাটা এলাকার তৃষা ব্রিক ফিল্ডে যোগ দেয় মেহেদী। স্থানীয় সোলেমান মাঝির মাধ্যমে সেখানে কাজ শুরু করে সে। নিখোঁজের আগে ২৩ অক্টোবর ব্রিক ফিল্ডের মালিক তপনের মুঠফোনে ছেলের সঙ্গে শেষবার কথা হয় সুরমা বেগমের।

পরদিন থেকেই মেহেদীর ফোন বন্ধ। এরপর বহুবার তপনের ফোনে যোগাযোগ করলেও মেহেদীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। একপর্যায়ে মালিক তপন দাবি করেন—মেহেদী নাকি ২৩ অক্টোবর বাড়ি চলে গেছে। কিন্তু সে আর বাড়ি ফেরেনি।

সুরমা বেগম বিষয়টি তপন ও সোলেমানকে জানালে তারা উল্টো তাকে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তিনি। এরপর তিনি বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। বাধ্য হয়ে নোয়াখালী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তারপরও ছেলের সন্ধান মিলেনি।

সুরমা বেগম বলেন,
“এক বছর ধরে ছেলেকে খুঁজতে খুঁজতে আমি অসহায় হয়ে পড়েছি। পুলিশ, রাজনীতিক, সাংবাদিক—যেখানে যাই, শুধু আশ্বাসই পাই। আমি বিশ্বাস করি, ফিল্ডের মালিক তপন আর মাঝি সোলেমান আমার ছেলেকে হয়তো হত্যা করেছে বা অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। আমার ছেলেকে ফেরত পেতে প্রশাসনের দয়া চাই।”

এ বিষয়ে জানতে তৃষা ব্রিক ফিল্ডের মালিক তপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“মেহেদী কয়েক মাস কাজ করে ফিল্ড থেকে চলে গেছে। এখন সে কোথায় আছে তা তার মা-ই জানে। আমি জানি না।”
তিনি আরও দাবি করেন মেহেদীর বয়স ১৬–১৭ বছর এবং ৯–১০ হাজার টাকা বেতনে সে কাজ করতো।

এদিকে, সুরমা বেগমের দায়ের করা মানবপাচার মামলার তদন্ত করছেন নোয়াখালী পিবিআইয়ের পরিদর্শক রাশেদ। তদন্তের অগ্রগতি জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ছেলে হারিয়ে দিশেহারা সুরমা বেগম এখন শুধু অপেক্ষায়—অন্তত তার সন্তানের খোঁজ যেন পাওয়া যায়।

— শেষ —

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: