ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করল বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর খবর |
কোম্পানীগঞ্জ প্রতিনিধি

৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেছে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সমিতিটি গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আজ -১৯ই নভেম্বর, বুধবার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সমিতির কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতিতে
সমিতির সভাপতি আবদুল মতিন লিঠন এবং সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন–এর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী।

সমবায় খাতে সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানা যায়।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান—
এই অর্জন সমিতির প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও দলগত চেষ্টার ফল। ভবিষ্যতে সেবা বিস্তৃত করা, ব্যবসায়িক কর্মকাণ্ড আরও শক্তিশালী করা এবং সদস্যদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন তারা।

প্রতি বছর জাতীয় সমবায় দিবস উদযাপনের মাধ্যমে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এবারের অর্জন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাফল্যের পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে স্থানীয়ভাবে মনে করা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: