নোয়াখালীর খবর |
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেছে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সমিতিটি গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আজ -১৯ই নভেম্বর, বুধবার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সমিতির কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতিতে
সমিতির সভাপতি আবদুল মতিন লিঠন এবং সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন–এর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী।

সমবায় খাতে সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানা যায়।
সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান—
এই অর্জন সমিতির প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও দলগত চেষ্টার ফল। ভবিষ্যতে সেবা বিস্তৃত করা, ব্যবসায়িক কর্মকাণ্ড আরও শক্তিশালী করা এবং সদস্যদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন তারা।
প্রতি বছর জাতীয় সমবায় দিবস উদযাপনের মাধ্যমে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এবারের অর্জন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাফল্যের পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে স্থানীয়ভাবে মনে করা হচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত