ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবিতা রয়েল ডিস্টিক আংগো বাড়ি- লিখেছেন -ইব্রাহিম মারিয়ান নোয়াখালী সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জন্ম আমার,
নোয়াখালী বাড়ি,
নোয়াখালীকে ভালোবাসি,
দাদা–দাদির আদর কাড়ি।

নোয়াখালী বাড়ি আমার,
নোয়াখালী ঘর,
নোয়াখালীকে ভালোবাসি,
বাসবো সারাজনম ভর।

নোয়াখালীর সবুজ, ফসল ভরা মাঠ
সব ঋতুতে রয়,
ধানের ক্ষেতে সোনার রোদে
কৃষকের মুখে বয়।

বিয়েতে বাজে ঢাক–ঢোল,
মিষ্টি পিঠার ঘ্রাণ,
বৌভাতেও আপ্যায়নে
রয়েছে এই জেলার মান।

সেনবাগ, মাইজদী, চৌমুহনী বাজারে
কোলাহলের সুর,
দাদির মুখেও গল্প শুনি—
এই জেলায় রয়েছে ঐতিহ্য ভরপুর।

নিঝুম দ্বীপে জোছনা নামে,
থাকে সাদা পাখির দল,
নীরবতার গান শুনিয়ে মন
যে করে শীতল।

সন্ধ্যায় নামে আজান,
ভেসে দূর মসজিদের চূড়ায়,
শান্তি নামে বুকের মাঝে,
ক্লান্ত প্রাণ জুড়ায়।

নোয়াখালী বাড়ি আংগো,
নোয়াখালী ঘর—
মিলে মিশে ব্যাঘুন থাকি,
নাই কনো গা হর।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: