নোয়াখালী জন্ম আমার,
নোয়াখালী বাড়ি,
নোয়াখালীকে ভালোবাসি,
দাদা–দাদির আদর কাড়ি।
নোয়াখালী বাড়ি আমার,
নোয়াখালী ঘর,
নোয়াখালীকে ভালোবাসি,
বাসবো সারাজনম ভর।
নোয়াখালীর সবুজ, ফসল ভরা মাঠ
সব ঋতুতে রয়,
ধানের ক্ষেতে সোনার রোদে
কৃষকের মুখে বয়।
বিয়েতে বাজে ঢাক–ঢোল,
মিষ্টি পিঠার ঘ্রাণ,
বৌভাতেও আপ্যায়নে
রয়েছে এই জেলার মান।
সেনবাগ, মাইজদী, চৌমুহনী বাজারে
কোলাহলের সুর,
দাদির মুখেও গল্প শুনি—
এই জেলায় রয়েছে ঐতিহ্য ভরপুর।
নিঝুম দ্বীপে জোছনা নামে,
থাকে সাদা পাখির দল,
নীরবতার গান শুনিয়ে মন
যে করে শীতল।
সন্ধ্যায় নামে আজান,
ভেসে দূর মসজিদের চূড়ায়,
শান্তি নামে বুকের মাঝে,
ক্লান্ত প্রাণ জুড়ায়।
নোয়াখালী বাড়ি আংগো,
নোয়াখালী ঘর—
মিলে মিশে ব্যাঘুন থাকি,
নাই কনো গা হর।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত