
শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডেস্ক:
উদয় বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চলছে বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘উদয় বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৪ টি উপজেলা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮,০০০-এরও বেশি শিক্ষার্থী। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূইয়া উপজেলায় ও সেনবাগ উপজেলা সহ মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে।এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি কেন্দ্রে ৪,০৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কবিরহাটে ৪টি ও দাগনভূইয়ায় ১টি কেন্দ্রে বাকি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।