শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডেস্ক:
উদয় বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চলছে বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘উদয় বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৪ টি উপজেলা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮,০০০-এরও বেশি শিক্ষার্থী। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূইয়া উপজেলায় ও সেনবাগ উপজেলা সহ মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে।এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি কেন্দ্রে ৪,০৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কবিরহাটে ৪টি ও দাগনভূইয়ায় ১টি কেন্দ্রে বাকি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত