
শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে লড়বেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,মেট্রো হোমসের চেয়ারম্যান, আলহাজ্ব ফখরুল ইসলাম।
গত সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আরও ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার ওপর যে আস্থা রেখে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দিয়েছেন,আমি (কোম্পানীগঞ্জ-কবিরহাট)উপজেলা ও সদরের আংশিক আসনে জনগণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো।

তিনি বলেন,আমার এলাকার জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের পক্ষে যারা নিবেদিত ও ডেডিকেটেডভাবে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।