শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে লড়বেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,মেট্রো হোমসের চেয়ারম্যান, আলহাজ্ব ফখরুল ইসলাম।
গত সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আরও ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার ওপর যে আস্থা রেখে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দিয়েছেন,আমি (কোম্পানীগঞ্জ-কবিরহাট)উপজেলা ও সদরের আংশিক আসনে জনগণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো।

তিনি বলেন,আমার এলাকার জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের পক্ষে যারা নিবেদিত ও ডেডিকেটেডভাবে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত