ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তপাত হলেই কি মিসকারেজ?

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

✍️ ডা. আয়শা আক্তার।

নোয়াখালীর খবর-

একটি সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখার চেষ্টা কোন মায়ের নেই? তবে গর্ভাবস্থায় নারীর মনে নানা শঙ্কা কাজ করে—বিশেষ করে রক্তপাত হলে। অনেকেই ভাবেন, রক্তপাত মানেই গর্ভপাত বা মিসকারেজ। তবে চিকিৎসকরা বলছেন, সব রক্তপাত মিসকারেজের লক্ষণ নয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় রক্তপাত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভধারণের প্রথম দিকে হালকা রক্তপাত অনেক সময় ইমপ্লান্টেশনের কারণে হতে পারে। ভ্রূণ জরায়ুতে প্রবেশ করার সময় এ ধরনের রক্তপাত দেখা দেয়, যা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন স্থায়ী হতে পারে।

থ্রেটেন্ড অ্যাবরশন (Threatened Abortion):
যদি রক্তপাত দেখা দেয় তবে তা সবসময় গর্ভপাতের নির্দেশক নয়। অনেক ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবরশন হলেও পূর্ণ মেয়াদ শেষে সুস্থ সন্তান জন্ম নিতে পারে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের অবস্থার পরেও প্রায় ৫০–৮০ শতাংশ ক্ষেত্রে সুস্থ সন্তান জন্ম হয়।

কোন কোন কারণে রক্তপাত হতে পারে:

মায়ের ডায়াবেটিস বা হরমোনের সমস্যা

জরায়ু বা জরায়ুমুখের গঠনগত ত্রুটি

জরায়ুর টিউমার বা পলিপ

বয়স বেশি হলে বা অতিরিক্ত ওজন থাকলে

শারীরিক আঘাত

সংক্রমণ

গর্ভফুলের অস্বাভাবিকতা

ধূমপান বা ক্ষতিকর রাসায়নিকের প্রভাব

এ ছাড়া অন্তঃসত্ত্বা নারী অনেক সময় জরায়ুর সংকোচন, তলপেটে টান, কোমরে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন। এসব উপসর্গ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ:
রক্তক্ষরণ হলেই ভয় না পেয়ে বিশ্রামে থাকতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে বিপদচিহ্ন দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: