
নোয়াখালীর খবর..
কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে এবং কোনো গণমাধ্যমকর্মী বা স্থানীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।
বিজ্ঞাপন
রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ বৈঠকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সভা শুরু হওয়ার আগেই কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকদের প্রবেশের কোনো সুযোগ রাখা হয়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিনিয়র সাংবাদিকরা বিষয়টিকে তথ্য গোপনের অপচেষ্টা ও গণমাধ্যমের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে কল ব্যাকও করেননি।
ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রশাসনের এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।