নোয়াখালীর খবর..
কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে এবং কোনো গণমাধ্যমকর্মী বা স্থানীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।
বিজ্ঞাপন
রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ বৈঠকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সভা শুরু হওয়ার আগেই কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকদের প্রবেশের কোনো সুযোগ রাখা হয়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিনিয়র সাংবাদিকরা বিষয়টিকে তথ্য গোপনের অপচেষ্টা ও গণমাধ্যমের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে কল ব্যাকও করেননি।
ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রশাসনের এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত