ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ, অভিযোগ যুবদলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ, অভিযোগ যুবদলের বিরুদ্ধে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামায়াতে ইসলামীর দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে স্থানীয় যুবদলকে দায়ী করা হলেও যুবদল অভিযোগ অস্বীকার করে বলছে, কিশোর গ্যাং এ হামলার সঙ্গে জড়িত।

রোববার (১৭ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। তাদের রাত ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট গোপালপুর আলী হায়দার উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা দেখা নিয়ে যুবদল ও জামায়াত কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে রোববার রাতে সমঝোতা বৈঠক ডাকা হলে সেখানে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জামায়াতের গোপালপুর ইউনিয়ন শাখার সহসভাপতি আলাউদ্দিন মামুন বলেন, খেলার মাঠে ঝগড়ার সূত্র ধরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সশস্ত্র মহড়া ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। সমঝোতার বৈঠকে যুবদল কর্মী হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়। এতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন।

অভিযুক্ত যুবদল কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইউনিয়ন বিএনপির সভাপতিকেও পাওয়া যায়নি। তবে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম দাবি করেন, “হামলায় যুবদলের কেউ জড়িত নয়। এলাকায় সক্রিয় কয়েকটি কিশোর গ্যাং এ ঘটনা ঘটাতে পারে।”

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “ফুটবল খেলা নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধ চলছিল। রোববার রাতে সমঝোতা বৈঠকে হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: