নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ, অভিযোগ যুবদলের বিরুদ্ধে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামায়াতে ইসলামীর দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে স্থানীয় যুবদলকে দায়ী করা হলেও যুবদল অভিযোগ অস্বীকার করে বলছে, কিশোর গ্যাং এ হামলার সঙ্গে জড়িত।
রোববার (১৭ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। তাদের রাত ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট গোপালপুর আলী হায়দার উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা দেখা নিয়ে যুবদল ও জামায়াত কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে রোববার রাতে সমঝোতা বৈঠক ডাকা হলে সেখানে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জামায়াতের গোপালপুর ইউনিয়ন শাখার সহসভাপতি আলাউদ্দিন মামুন বলেন, খেলার মাঠে ঝগড়ার সূত্র ধরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সশস্ত্র মহড়া ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। সমঝোতার বৈঠকে যুবদল কর্মী হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়। এতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন।
অভিযুক্ত যুবদল কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইউনিয়ন বিএনপির সভাপতিকেও পাওয়া যায়নি। তবে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম দাবি করেন, “হামলায় যুবদলের কেউ জড়িত নয়। এলাকায় সক্রিয় কয়েকটি কিশোর গ্যাং এ ঘটনা ঘটাতে পারে।”
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “ফুটবল খেলা নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধ চলছিল। রোববার রাতে সমঝোতা বৈঠকে হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত