নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত বোঝাইকৃত বালুবাহী ৪টি ড্রামট্রাকের ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলার মুছাপুর থেকে আসা বালুবাহী ট্রাক ড্রাইভারদের আটক করে এই জরিমানা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
এসময় অবৈধভাবে অতিরিক্ত বালু বহণ করে ড্রামট্রাক চলাচলের ফলে প্রায় ১০/১৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে জরাজীর্ণ হওয়ার একাধিক অভিযোগে রাজন,সাজ্জাদ হোসেন,নকিব ও রহমানকে ৫০ হাজার করে ৪ জনকে ২ লক্ষটাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু বহণের কারনে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ঘাট,ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

