নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত চৌরাস্তা থেকে কেন্দুরবাগ বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের শুরুতে কয়েকজন ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অভিযান চালানো হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “আমরা শুধুমাত্র সরকারি জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনাই উচ্ছেদ করছি। সরকারি জায়গার বাইরে কোনো স্থাপনায় হাত দেওয়া হবে না। ফোরলেন সড়ক নির্মাণের স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
অভিযানে চৌরাস্তা থেকে কেন্দুরবাগ বাজার পর্যন্ত সড়কের উত্তর পাশে সরকারি জায়গায় অবস্থিত দোকানপাট ও কাঁচা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক উন্নয়ন ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

