ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পুলিশি হয়রানির অভিযোগে কোম্পানীগঞ্জে সিএনজি চালকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সিএনজি চালকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সিএনজি চলাচল বন্ধ রাখেন চালকেরা। এতে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীরা।

সিএনজি চালকদের অভিযোগ, প্রায় প্রতিদিন রাতে পুলিশের টহল কার্যক্রমে তাদের গাড়ি ব্যবহার করা হয়। তবে এ সময় ব্যবহৃত গ্যাসের খরচ চালকদের নিজেদের বহন করতে হয়। সারারাত টহলে থাকলেও চালকদের জন্য কোনো খাবার বা নাস্তার ব্যবস্থা করা হয় না বলে জানান তারা।

একজন সিএনজি চালক বলেন, “পুলিশের দায়িত্ব পালনে আমরা নিয়মিত সহযোগিতা করি। কিন্তু সারারাত গাড়ি চালালেও গ্যাসের খরচ তো আমাদেরই দিতে হয়, ভাড়া বা পারিশ্রমিক দূরের কথা, এক কাপ চা বা নাস্তার ব্যবস্থাও করা হয় না।

এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

চালকদের দাবি, রাতের টহল কাজে ব্যবহৃত গ্যাসের খরচ পরিশোধ করতে হবে, টহলকালীন খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং চালকদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সিএনজি চালানো বন্ধ রাখবেন বলে জানান।

এদিকে সিএনজি চলাচল বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন সড়কে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে বিকল্প যানবাহনের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সিএনজি চালকদের দাবিগুলো যৌক্তিক। তারা বলেন, যাদের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করা হয়, তাদের মাধ্যমেই যদি কেউ হয়রানির শিকার হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: