নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১১ (নোয়াখালী) ও র্যাব-৭ (চট্টগ্রাম) এর যৌথ অভিযানে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে এরই মধ্যে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
র্যাব নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

