নোয়াখালীর বসুরহাটে মসজিদ ভেঙ্গে মার্কেট করার অভিযোগে মুসল্লী ও মসজিদ পরিচালনা কমিটির আংশিক দায়িত্বশীলদের সাথে বাকবিতণ্ডার পর স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লাজনাতুল ওলামা সংগঠনের উদ্যোগে আলেমদের একটি প্রতিনিধি দল মার্কেট নির্মাণ কাজ বন্ধ করতে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার বিকেলে মসজিদ ভাঙ্গনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লী ও আলেম-ওলামারা এসে ভাঙনের কাজে বাধা প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্দিষ্ট ব্যক্তির দেয়া মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় ইসলামী বিধান অনুযায়ী মার্কেট বা অন্য কিছু করা জায়েয নেই, তাই ক্ষুব্ধ হয়ে মুসল্লিরা কাজে বাধা প্রদান করেন। এ বিষয়ে ইসলামি বিধি বিধান অনুযায়ী সমাধানের লক্ষ্যে লিখিত অভিযোগ দায়ের করেন নাজলাতুল ওলামা কোম্পানীগঞ্জ।
স্থানীয়দের অভিযোগ,দোকান ভাড়া দেয়ার কথা বলে মোটা অংকে টাকা নিয়ে কমিটির কিছু কুচক্রী মহল জোরপূর্বক মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত নেয় এবং মসজিদের নিচতলা পুরোপুরি ভেঙে দেয়। ভাগনে বাধা দিতে গেলে পরিচালনা পরিষদের দায়িত্বশীলরা এসে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়ায়,একপর্যায়ে স্থানীয়দের চাপে ভাঙ্গনের কাজ বন্ধ করতে বাধ্য হয়।
জানতে চাইলে মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি শিবলু জানান,কমিটি ও উপদেষ্টাদের সমন্বয়ে আলেমদের পরামর্শে নিচ তলায় মার্কেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেহেতু অভিযোগ উঠেছে তাই আপাতত ভাঙ্গার কাজ বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান জানান,মসজিদের নিচ তলা ভেঙ্গে মার্কেট করার একটি অভিযোগ স্থানীয় আলেম-ওলামারা দিয়েছেন,এবিষয়ে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীলসহ উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সুন্দর একটি সমাধান করা হবে।

