ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কোম্পানীগঞ্জে মসজিদ ভেঙ্গে মার্কেট করার কাজে স্থানীয়দের বাঁধা

এম.এস.আরমান,কোম্পানীগঞ্জ
জানুয়ারি ৮, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

নোয়াখালীর বসুরহাটে মসজিদ ভেঙ্গে মার্কেট করার অভিযোগে মুসল্লী ও মসজিদ পরিচালনা কমিটির আংশিক দায়িত্বশীলদের সাথে বাকবিতণ্ডার পর স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লাজনাতুল ওলামা সংগঠনের উদ্যোগে আলেমদের একটি প্রতিনিধি দল মার্কেট নির্মাণ কাজ বন্ধ করতে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার বিকেলে মসজিদ ভাঙ্গনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লী ও আলেম-ওলামারা এসে ভাঙনের কাজে বাধা প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নির্দিষ্ট ব্যক্তির দেয়া মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় ইসলামী বিধান অনুযায়ী মার্কেট বা অন্য কিছু করা জায়েয নেই, তাই ক্ষুব্ধ হয়ে মুসল্লিরা কাজে বাধা প্রদান করেন। এ বিষয়ে ইসলামি বিধি বিধান অনুযায়ী সমাধানের লক্ষ্যে লিখিত অভিযোগ দায়ের করেন নাজলাতুল ওলামা কোম্পানীগঞ্জ।

স্থানীয়দের অভিযোগ,দোকান ভাড়া দেয়ার কথা বলে মোটা অংকে টাকা নিয়ে কমিটির কিছু কুচক্রী মহল জোরপূর্বক মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত নেয় এবং মসজিদের নিচতলা পুরোপুরি ভেঙে দেয়। ভাগনে বাধা দিতে গেলে পরিচালনা পরিষদের দায়িত্বশীলরা এসে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়ায়,একপর্যায়ে স্থানীয়দের চাপে ভাঙ্গনের কাজ বন্ধ করতে বাধ্য হয়।

জানতে চাইলে মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি শিবলু জানান,কমিটি ও উপদেষ্টাদের সমন্বয়ে আলেমদের পরামর্শে নিচ তলায় মার্কেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেহেতু অভিযোগ উঠেছে তাই আপাতত ভাঙ্গার কাজ বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান জানান,মসজিদের নিচ তলা ভেঙ্গে মার্কেট করার একটি অভিযোগ স্থানীয় আলেম-ওলামারা দিয়েছেন,এবিষয়ে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীলসহ উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সুন্দর একটি সমাধান করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: