ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পরিবেশবান্ধব যাতায়াতে বসুরহাটে নতুন যুগের সূচনা।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
জানুয়ারি ৫, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুর রহিম -কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

পরিবেশ সুরক্ষা ও আধুনিক যাতায়াত ব্যবস্থার প্রসারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে যাত্রা শুরু করলো ‘আল-আকসা মটরস’। সোমবার (৫ জানুয়ারি) সকালে বসুরহাট উত্তর বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির শোরুম।

চীনের স্বনামধন্য ইলেকট্রনিক মোটরসাইকেল ব্র্যান্ড ডনজিন (Dongjin) এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ মটরস-এর অনুমোদিত ডিলার হিসেবে আল-আকসা মটরস এ অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বসুরহাটে এক ছাদের নিচে বিশ্বমানের ইলেকট্রনিক বাইক ও জনপ্রিয় দেশীয় মোটরযান ক্রয়ের সুযোগ পেলেন সাধারণ ক্রেতারা।

শোরুমটির প্রোপাইটর আবদুল কাদের রাহিদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডনজিন বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মি. হুয়াং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ মটরসের চট্টগ্রাম বিভাগীয় সেলস অ্যান্ড রিকভারি ডেপুটি ম্যানেজার মাসুদ রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন টিপুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আল-আকসা মটরসের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রনিক মোটরসাইকেল। পাশাপাশি আকিজ মটরসের বহুল আলোচিত ও জনপ্রিয় মডেল ‘বন্ধু’সহ বিভিন্ন পেট্রোল ও ইলেকট্রনিক যানবাহনও এখানে পাওয়া যাবে।
সাশ্রয়ী মূল্যে যানবাহন বিক্রয়ের পাশাপাশি দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আল-আকসা মটরস কেবল একটি শোরুম নয়, বরং এটি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমবে এবং পরিবেশ দূষণ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বসুরহাটসহ আশপাশের এলাকার মানুষ এখন সহজেই আধুনিক মোটরসাইকেল ক্রয় ও মানসম্মত সার্ভিসিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: