ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে জাপা-জেএসডিসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন অসংগতি পাওয়ায় ১৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
যাদের মনোনয়ন বাতিল
নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দিন।
নোয়াখালী-২ আসনে জেএসডির মো. মোশারেফ হোসেন মন্টু, স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ।
নোয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুর উদ্দিন, স্বতন্ত্র মো. রাজিব উদদৌলা চৌধুরী ও শরীফ আহমেদ।
নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র মোহাম্মদ ইস্তেয়াক হোসেন।
নোয়াখালী-৫ আসনে জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র ওমর আলী, মুহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ নওশাদ।
নোয়াখালী-৬ আসনে জাতীয় পার্টির নাছিম উদ্দিন মো. বায়েজীদ, স্বতন্ত্র শামীমা আজিম ও মুহাম্মদ নুরুল আমীন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-২ ও নোয়াখালী-৫ আসনের জেএসডি প্রার্থীরা ঋণ খেলাপি হওয়ায়, নোয়াখালী-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আয়কর রিটার্ন দাখিল না করায় এবং নোয়াখালী-৬ আসনের জাপা প্রার্থীর দলের নিবন্ধন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ১১ জন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় অসংগতি পাওয়া গেছে।
যাদের মনোনয়ন বৈধ
যাচাই-বাছাই শেষে নোয়াখালী-১ থেকে নোয়াখালী-৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, খেলাফত মজলিস, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, আপিলের সময়সীমা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: