শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর-:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট এবং অশ্বদিয়া ও নেয়াজপুর) সংসদীয় আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন বলেন, নোয়াখালী-৫ আসনে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় নির্বাচন কমিশনের নির্ধারিত সকল নিয়ম, কানুন মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মনোনয়ন দাখিলের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

