মোঃ আরিফ হোসেন-
নিজস্ব প্রতিনিধি-
লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্রাইট স্কলারশিপ পরীক্ষা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রামগঞ্জ উপজেলার কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রামগঞ্জ সহকারী মডেল কলেজের সরকারি অধ্যাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাইট স্কলারশিপের সভাপতি হোসেন আহমেদ দেওয়ান, মেরিন ইঞ্জিনিয়ার জাহিদুল্লাহ জামসেদ উল্লাহ, রামগঞ্জ মডেল কলেজের সরকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আ ন ম শামসুল ইসলাম বলেন, শিক্ষাক্ষেত্রে ব্রাইট স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ভবিষ্যতে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ব্রাইট স্কলারশিপ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় চতুর্থ শ্রেণির ২০ জন, সপ্তম শ্রেণির ১৩ জন এবং দশম শ্রেণির ১২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি অতিথিদের সম্মাননা হিসেবে উষ্ণ চাদর তুলে দেওয়া হয়।

