ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

দেশে ধারাবাহিক নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি এবং শিশু আয়েশা হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদার। কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দপ্তর) সজল মজুমদার।

মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড নাগরিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। তাঁরা ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের পর আসামিদের শনাক্ত করা হলেও গ্রেপ্তার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বিমল চন্দ্র মজুমদার, চর হাজারী জগন্নাথ মন্দির সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রবোধ মজুমদার, মতুয়া প্রতিনিধি শ্রী মৃত্যুঞ্জয় মজুমদার, ইসকনের প্রতিনিধি শ্রী নিতাই প্রভু, চর হাজারী জগন্নাথ মন্দির সমাজকল্যাণ পরিষদের সভাপতি হরিপদ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ শাখার সদস্য সচিব অসীম মজুমদার ও আহ্বায়ক শ্যামল দাস, সিপিবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে রাষ্ট্র ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়,সব হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সংখ্যালঘু, শ্রমজীবী মানুষসহ সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, ধর্ম, মত কিংবা পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা আরও বেড়ে যাবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: