হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
তফসিল ঘোষণার দিনকে ১৭ বছরের দীর্ঘ আন্দোলনের অর্জন বলে অভিহিত করেছেন নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. ফখরুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, সামনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সফলতা নিয়ে নেতাকর্মীরা ঘরে ফিরবেন।
বৃহস্পতিবার দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি।
“এবারের নির্বাচন কঠিন চ্যালেঞ্জ”
ফখরুল ইসলাম
সভায় ফখরুল ইসলাম বলেন,
“এবারের নির্বাচন আমাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জের নির্বাচন। আমাদের প্রতিপক্ষ দুইটি দৃশ্যমান ও একটি অদৃশ্যমান প্রতিপক্ষ। অদৃশ্যমান প্রতিপক্ষ আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বিভক্ত করতে চাইছে। তাই ঐক্য বজায় রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন,
“একটি বিশেষ শ্রেণি আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে। তাই চুপ করে না থেকে সত্যের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে।”
সভায় আরও যারা বক্তব্য রাখেন
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুদ্দিন হায়দার।
এছাড়া বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার
সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন
সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম
বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর
যুগ্ম আহ্বায়ক মমিনুল হক
প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. কামাল উদ্দিন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপুল
যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির
সদস্য সচিব নুরুদ্দিন ফাহাদ
স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম বিটন, নোমান হোসেন আকাশ, আরিফুল হক আরিফ প্রমুখ।
সভায় তফসিল ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

