ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস—নোয়াখালী-৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থী ফখরুল ইসলাম,

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সৌজন্যে চা-চক্রের আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। কোম্পানীগঞ্জের গণমাধ্যম কর্মীরা সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এইচ.এ.এম. মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার (বাসাপ) সভাপতি সাংবাদিক মোহাম্মদ উল্যা মিরাজ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এমরান, সঞ্চয়, মজনু, খোকন, এম এ রহিম, হিমেল, টিপু, পলাশ, খসরু, শাহীন, নূর নবী, ইমাম হোসেন, রাশেদ, নাছের, রুবেল, রানা, আরমান ও শাকিলসহ আরও অনেকে।

চা-চক্রে সাংবাদিক ইকবাল হোসেন মজনু কোম্পানীগঞ্জে সাংবাদিক সমাজের জন্য একটি স্থায়ী প্রেসক্লাব ভবন নির্মাণের দাবি উত্থাপন করেন। জবাবে ফখরুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন,
“ইনশাআল্লাহ, আমি যদি এমপি নির্বাচিত হই, কোম্পানীগঞ্জের সাংবাদিকদের জন্য একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করবো।”

অনুষ্ঠানে সাংবাদিকরা মুক্ত পরিবেশে মতবিনিময় করেন এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত সমস্যা, সম্ভাবনা, স্বচ্ছতা ও উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: