ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কোম্পানীগঞ্জে নবযোগদানকৃত ইউএনও এর  সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ৭, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর ডিজিটাল ডেস্ক:

কোম্পানীগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান এর সাথে সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও স্বচ্ছ করার বিষয়ে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন। বক্তারা উপজেলার চলমান উন্নয়ন, সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন, শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন ইউএনওকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবযোগদানকৃত ইউএনও মোঃ মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন,কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসন জনগণের সেবার জন্য সেবা নিশ্চিত করতেই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মতামতকে তিনি মূল্যায়ন করবেন, এবং উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই কাজ করবেন।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে নতুন ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সফল কর্মজীবন ও দায়িত্বপালনের জন্য শুভকামনা জানানো হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: