সোনাইমুড়ী প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামে এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিবপুর গ্রামের রিয়াজ তার ধানের বীজতলা রক্ষায় জমির পাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে পাশের জমিতে নিজের বীজতলা করতে গিয়ে ওই ফাঁদে অসাবধানতাবশত স্পৃষ্ট হন নুরুল হুদা। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের শ্যালক মো. পারভেজ আলম জানান, “আমার ভগ্নিপতি কয়েকদিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন। আগামী ১২ ডিসেম্বর তার সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার শোকে পাথর হয়ে গেছে।”
ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ পলাতক রয়েছেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দেবে না জানিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবার চাইলে নিয়ম অনুযায়ী মামলা করতে পারবে।”
মর্মান্তিক এ ঘটনার পর শিবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

