ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে পরীক্ষায় অনিয়মে এক হাজারের বেশি শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজারের বেশি সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে নির্ধারিত সময়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষা না নেওয়ায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসব নোটিশ জারি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীবা পৃথকভাবে প্রতিটি নোটিশে সই করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক উত্তর না পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা না নেওয়া, শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ

নোটিশে বলা হয়, ২ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নির্ধারিত ছিল। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
এমনকি কোথাও কোথাও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া, প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে রাখা এবং পরীক্ষা নিতে গেলে হেনস্তা করার অভিযোগও পাওয়া গেছে।

শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার ৯টি উপজেলায় কোথাও পরীক্ষার আয়োজন হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা বলে শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছেন। সোনাইমুড়ীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা নিতে চাইলে সহকারী শিক্ষকরা তাঁকে মারতে উদ্যত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেলার ৮ জন শিক্ষক নেতাকে বদলি করে লক্ষ্মীপুর ও চাঁদপুরে পাঠানো হয়েছে।

শিক্ষা কর্মকর্তার মন্তব্য

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীবা বলেন,
“আন্দোলনের নামে শিক্ষকেরা বিদ্যালয়গুলোতে অচলাবস্থা তৈরি করেছেন। অনেক স্থানে প্রধান শিক্ষককে অপমান-নাজেহাল করা হয়েছে। শিক্ষার্থীদের জোর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগও পেয়েছি। তাই এক হাজারের বেশি শিক্ষককে শোকজ করা হয়েছে।”

শিক্ষক সমিতির দাবি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দীন মাসুদ বলেন,
“শিক্ষকেরা ন্যায্য দাবির আন্দোলন করেছেন। এটি তাদের সাংবিধানিক অধিকার। আমরা চাই, জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করুন।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: