ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

মো:আরিফ হোসেন
ডিসেম্বর ৫, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মো:আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন। মোনাজাতের আগে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ, ব্যক্তিজীবনে স্বামী-সন্তান হারানোর বেদনা এবং কারাবাসসহ কঠিন সময়ের কথা স্মরণ করেন। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।
মোনাজাতে তিনি বলেন, “খালেদা জিয়ার নেক হায়াত আমাদের জন্য মঙ্গল, এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতা ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, সময় টিভির প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, এনটিভির প্রতিনিধি মাসুদ পারভেজ, প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, দেশ এডিশন সদর উপজেলা প্রতিনিধি, মো:আরিফ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া, নিউজ২৪-এর প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জনকণ্ঠ প্রতিনিধি শাহাদাৎ বাবু, কালবেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, আজকাল সম্পাদক সাজ্জাদ হোসেন, সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, ৭১ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ, মাই টিভির ইউনুস সিকদার, দেশ টিভির মাওলা সুজন, বাংলাভিশনের ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, খোলা কাগজ প্রতিনিধি ইকবাল সুমন, ঢাকা মেইল প্রতিনিধি মাহবুব রহমান, বর্তমান প্রতিনিধি নুর রহমান, এশিয়া বাণী প্রতিনিধি আব্দুল মোতালেব, নওরোজ প্রতিনিধি সিরাজউদ্দিন শাহিন, মুক্ত খবর প্রতিনিধি আবু সাঈদ, খবর পত্র প্রতিনিধি হান্নান শাকুর, উপকূল বার্তা সম্পাদক মো. ইদ্রিস ও ঢাকা প্রতিদিনের প্রতিনিধি সালাউদ্দিন সুমন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: