মো:আরিফ হেসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) খলিফারহাট বাজারের পরিচিত মোবাইল ব্যবসায়ী ও বারাইপুর গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।
সাদ্দামের বড় ভাই মো. লিটন জানান, খলিফারহাট বাজারে সাদ্দামের দুটি মোবাইলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও তিনি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বারাইপুর এলাকার একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমানো মাত্রই দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পালানোর চেষ্টা করলে পিছন দিক থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জানান, গুলিটি তার শরীরে আটকে রয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা রহিম উল্যা বলেন, “এই এলাকায় আগেও কয়েকবার ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। কিন্তু এবার তো গুলিও চালানো হলো। আমরা রাতে বের হতে ভয় পাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে আরও বড় ঘটনা ঘটতে পারে।”
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে, এবং বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

