কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আল্লাহকে নিয়ে বাউল আবুল সরকারের কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য এবং বাউলদের পক্ষে ফরহাদ মজহারসহ বাম সংগঠন, মিডিয়া কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে মুসলিম জনতার ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—
মুসলিম ইয়ুথ নোয়াখালীর সংগঠক আহনাফ সিদ্দিকী, সংগঠক তানভীরুল ইসলাম, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাহাত, ইসলামী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, “আল্লাহ রাব্বুল আলামীনের বিরুদ্ধে কটূক্তিকারী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনমনে সৃষ্ট ক্ষোভ থেকে কোনো অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে এর দায়ভার ধর্মনিরপেক্ষ সরকারকেই নিতে হবে।”
তারা আরও দাবি করেন, বাউলদের পক্ষে উস্কানিমূলক বক্তব্য দেওয়া ফরহাদ মজহাসহ সংশ্লিষ্ট বাম দল, মিডিয়া, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বিপুল সংখ্যক মুসলিম জনতা অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানায়।

